Web Analytics

কুমিল্লায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বাড়ির ভেতর আসবাবপত্র ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ইফতারের পূর্বে ম্যাজিস্ট্রেট বেশ কয়েকটি পুলিশের গাড়ি নিয়ে বাসায় প্রবেশ করেন। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার শিপার উপস্থিতিতে বাড়ির ফটক খুলে ভেতরে প্রবেশ করে পুলিশ। বাড়ির দোতলায় গিয়ে একটি আলমারি ভেঙে তল্লাশি করা হয়। তবে সেখানে অবৈধ কিছু পাওয়া যায়নি।

Card image

নিউজ সোর্স

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের বাসায় অভিযান

কুমিল্লায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। রোববার বিকালে নগরীর দারোগা বাড়ি মাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘণ্টাব্যাপী অভিযানে বাড়ির ভেতর আসবাবপত্র ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি।