Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন- উত্তর সিংহগ্রামের পরিমল শাহজী (৩৩), সন্তোষ শাহজী (২৫) ও গোয়ালনগরের বিপাশা সরকার (১৮)। তাদের সবাইকে সীমান্ত থেকে আটক করা হয়। বিজিবি জানায়, তারা কামরুল ইসলাম নামে এক মানবপাচারকারীর মাধ্যমে ভারতের আগরতলায় প্রবেশের চেষ্টা করছিলেন। পরিমল ও সন্তোষ সেখানে মিষ্টির দোকানে কাজ নেওয়ার উদ্দেশে ও বিপাশা চিকিৎসার জন্য যাচ্ছিলেন। আটককৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, ভারতীয় ৬৫৫ রুপি ও বাংলাদেশি এক হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

Card image

নিউজ সোর্স

ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক

ব্রাহ্মণবাড়িয়ার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করে।