চাঁদপুর মাছঘাটে নির্মাণ হবে ইলিশ অবতরণ কেন্দ্র
ইলিশ ব্র্যান্ডিং জেলা হিসেবে খ্যাত চাঁদপুর। তবে ইলিশ রক্ষণাবেক্ষণ বা রফতানির জন্য ছিল না আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। ২০১৭ সালে জেলা প্রশাসক সম্মেলনে চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসকের প্রস্তাবে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র ও হিমাগার স্থাপনের সিদ্ধান্ত হয়। তবে ভূমির মালিকানা বাংলাদেশ রেলওয়ে থাকায় এটি স্থাপন করা সম্ভব হয়নি। আট বছর পর আলোর মুখ দেখছে প্রকল্পটি। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।