গণপ্রতিরোধকে ‘মব’ বলা ষড়যন্ত্র: হেফাজতে ইসলাম
গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে ‘মব’ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র বলে দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ইসলামাবাদী বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে ‘মব’ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, সারা দেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত জুলাইয়ের ছাত্র-জনতার গণপ্রতিরোধ জারি থাকবে। আরো বলেন, ফ্যাসিবাদ নির্মূল করার দায়িত্ব নিয়ে এসেছে গণঅভ্যুত্থানের সরকার। কিন্তু দুঃখজনকভাবে হাসিনার দোসরদের অনেকে এখনও গ্রেফতার হয়নি। এদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দায়িত্ব সরকারের। এছাড়া, তিনি তেরোর শাপলা চত্বরের আন্দোলন ও ২১ এর মোদি বিরোধী আন্দোলনকে গণপ্রতিরোধ হিসেবে উল্লেখ করে বলেন, এর অনুপ্রেরণায় ছাত্রদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।
গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে ‘মব’ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রয়েছে: হেফাজতে ইসলাম
গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে ‘মব’ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র বলে দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।