ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি হিটলারের ‘ডয়চেল্যান্ড উবার অ্যালস’র প্রতিধ্বনি
হিটলারের হাত ধরে নাৎসিরা অন্যদের ওপর জাতীয় শ্রেষ্ঠত্ব জাহির করতে 'সবার উপরে জার্মানি' স্লোগান ব্যবহার করেছিল, সেটার সঙ্গে যুক্তরাষ্ট্রের 'আমেরিকা ফার্স্ট' নীতির মিল রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমনটাই বলেছেন।