বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠকে বসবেন। এতে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে। রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলা হয়। এ সময় আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে বাংলাদেশে জাপান বিনিয়োগ বাড়বে। পাশাপাশি দেশটিতে প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে।