রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০৬
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা ছিনতাই, চুরি ও ডাকাতির মতো নানা অপরাধে জড়িত। তাদেরকে বিভিন্ন থানায় করা ৫৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।