খেলাপি ঋণ অবলোপনে ‘সময়সীমার বাধা’ তুলে নতুন নির্দেশনা জারি
বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ অবলোপনে থাকা সময়সীমার বাধা তুলে দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে কোনো ঋণ মন্দ বা ক্ষতিজনক হিসেবে শ্রেণিকৃত হলে এবং তা আদায় হওয়ার সম্ভাবনা না থাকলে—সময়সীমা অপেক্ষা না করে অবলোপন করা যাবে। বুধবার (১৯ নভেম্বর) ব্যাংকিং