যারা রিটার্ন দাখিল করেন না তাদের নিয়ে কাজ করতে হবে: এনবিআর চেয়ারম্যান
যারা রিটার্ন দাখিল করেন না তাদের নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. আবদুর রহমান খান। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আয়কর বিভাগের জুলাই মাসের রাজস্ব পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।