এস আলমের ব্যাংক হিসাবে আড়াই লাখ কোটি টাকার লেনদেন
ব্যাংক-শেয়ার বাজার লুটেরা অলিগার্কদের ব্যাংক হিসাবের তথ্য দিতে ব্যাংকগুলো অসহযোগিতা করছে। কখনো ব্যাংক ভুল তথ্য দিচ্ছে, কখনো দেরিতে ব্যাংক হিসাব বিবরণী পাঠাচ্ছে, আবার ক্ষেত্র বিশেষে পরিবারের ব্যাংক হিসাব সম্পর্কে তথ্য দিচ্ছে না। এ কারণে কর ফাঁকি অনুসন্ধানে সময় লাগছে। এস আলমের দুই ছেলের ৫০০ কোটি টাকা বৈধ করতে পে-অর্ডার জালিয়াতি করা হয়। ধরা পড়ায় শেষ পর্যন্ত ব্যাংকের সার্ভারও পর্যন্ত ম্যানুপুলেট করা হয়। এমনকি ব্যাংক হিসাবের তথ্য এনক্রিপ্ট (লুকানো) রাখা হয়।