Web Analytics

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ভোটার হিসেবে নিবন্ধিত ও জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসী বাংলাদেশিরা তাদের এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। আর এজন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে নতুন এক অ্যাপ তৈরির কাজ চলছে। নির্বাচন কমিশন থেকে জানানো হয়, টরন্টোতে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন। ওখানে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি। একইসঙ্গে বাংলাদেশে অনুষ্ঠেয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য প্রবাসীদেরকে আহ্বান জানান এবং ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে অবগত করেন।

11 Sep 25 1NOJOR.COM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে: সিইসি

নিউজ সোর্স

RTV 11 Sep 25

প্রবাসীদের জন্য ‘সুখবর’ দিলেন সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ভোটার হিসেবে নিবন্ধিত ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) প্রবাসী বাংলাদেশিরা তাদের এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। আর এজন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে নতুন এক অ্যাপ তৈরির কাজ চলছে।