নির্বাচন থেকে স্বৈরাচারের পদলেহনকারীদের দূরে রাখতে হবে: ব্যারিস্টার অসিম
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ ভয়াবহ অনিশ্চয়তায় পড়বে। এজন্য নির্বাচন কমিশনকে অবিলম্বে দৃশ্যমান কার্যক্রম শুরু করতে হবে। একইসঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের এবং ‘পতিত স্বৈরাচারের পদলেহনকারীদের’ নির্বাচনি প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে।