দুবাই আদালতের রায় ইসলামী ব্যাংকিংয়ের জন্য নতুন কোন চ্যালেঞ্জ নিয়ে আসছে
দুবাই কোর্ট অব কাসেশন (দুবাইয়ের সুপ্রিম কোর্ট হিসেবে গণ্য) গত মাসে যে রায় দিয়েছে, তা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় তেমন আলোচনা না হলেও শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, বরং পুরো ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স বিশ্বের জন্য একটি যুগান্তকারী বিষয় হয়ে উঠতে পারে। রায়ে ঘোষণা করা হয়েছে, ইসলামী ব্যাংক, ফাইন্যান্স প্রতিষ্ঠান ও তাকাফুল (ইসলামী বীমা) কোম্পানিগুলো গ্রাহকের কাছ থেকে দেরিতে অর্থ পরিশোধের কারণে কোনো ধরনের জরিমানা, ফি বা ক্ষতিপূরণ নিতে পারবে না। দুবাইয়ের আদালত বিষয়টিকে পাবলিক অর্ডার"বা জনগণবিধির আওতায় এনেছে—মানে এটি এতটাই মৌলিক নীতি যে, কোনো চুক্তিতে বিপরীত শর্ত থাকলেও বা আগে কোনো রায়ে এর অনুমোদন দেয়া হলেও আদালত তা কার্যকর করবে না।