ছেলের ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব কারাগারে
ছেলের এইসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ছেলের এইসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে দেন। জানা গেছে, নারায়ণ চন্দ্র নাথ যখন শিক্ষা বোর্ডের সচিব ছিলেন তখন তার ছেলে নক্ষত্র দেবনাথ একটি বেসরকারি কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় অংশ নেন। ২০২৩ সালে অনুষ্ঠিত ওই পরীক্ষার ফলাফলে নক্ষত্র জিপিএ-৫ পান; কিন্তু এই ফল নিয়ে কয়েকজন শিক্ষক প্রশ্ন তোলেন। পরে তদন্ত কমিটি জালিয়াতি হয়েছে বলে প্রতিবেদন দেন।
ছেলের এইসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠিয়েছেন আদালত।