Web Analytics

শহিদি সমাবেশে এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, ‘আমরা যখনই সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়।’ তিনি বলেন, ‘যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল?’ সারজিস আলম সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা কিংবা পশ্চিমা কোনো দেশের নাম উল্লেখ করেননি। আরও বলেন, এ জেনারেশনকে ভয় করুন। যদি এ জেনারেশনের রক্তের ওপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন, তাহলে এ জেনারেশন সব ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে। শরিফ ওসমান হাদি বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নই। আমার পরিবারের কেউ শহিদ হয়নি। কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি, ইনকিলাব মঞ্চের একজন সদস্য বেঁচে থাকতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে ছাড়বে।

26 Apr 25 1NOJOR.COM

লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমা দৃষ্টিভঙ্গির দোহাই দেয়; শাপলা, পিলখানা এবং জুলাই গণহত্যায় এ পশ্চিমা দৃষ্টিভঙ্গি কোথায় ছিল: সারজিস

নিউজ সোর্স

আ.লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির ‘দোহাই’ দেয় সরকার।