Web Analytics

যশোরে ইট তৈরির পটের মধ্যে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ করে এক যুবক। অপর যুবক তাকে সহযোগিতা করে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, আকরাম হোসেন ও রাব্বি হোসেন। জানা গেছে, ৪ থেকে ৫ মাস ধরে ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে ওই ইটভাটায় কাজ করছেন। অভিযুক্ত আকরাম একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি একই ভাটার ট্রাকে কাজ করেন। অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে।

26 Apr 25 1NOJOR.COM

এক যুবকের সহযোগিতায় ইটভাটা শ্রমিককে ধর্ষণ করে অপরজন

নিউজ সোর্স

এক যুবকের সহযোগিতায় ইটভাটা শ্রমিককে ধর্ষণ করে অপরজন

যশোরে এক ইটভাটায় ইট তৈরির পটের মধ্যে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ করে এক যুবক। অপর যুবক তাকে সহযোগিতা করে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।