যশোরে ইট তৈরির পটের মধ্যে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ করে এক যুবক। অপর যুবক তাকে সহযোগিতা করে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, আকরাম হোসেন ও রাব্বি হোসেন। জানা গেছে, ৪ থেকে ৫ মাস ধরে ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে ওই ইটভাটায় কাজ করছেন। অভিযুক্ত আকরাম একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি একই ভাটার ট্রাকে কাজ করেন। অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে।