Web Analytics

তুরস্ক সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘টাইফুন ব্লক-৪’র পাশাপাশি দুটি অ-পরমাণু বোমা গাজাপ ও হায়ালেট উন্মোচন করেছে। গাজাপ ৯৭০ কেজির ওজনের এবং এক কিলোমিটার ব্যাসার্ধে নিয়ন্ত্রিত স্প্লিন্টার ছড়াতে সক্ষম। হায়ালেট বাঙ্কার-বাস্টার হিসেবে ৯০ মিটার শক্ত কংক্রিট ভেদ করতে পারে। এগুলো তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধির দৃষ্টান্ত, যা প্রতিবেশী গ্রীস, সাইপ্রাস, ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়েছে। প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে আঙ্কারা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে।

Card image

নিউজ সোর্স

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর ‘সবচেয়ে শক্তিশালী’ বোমা প্রকাশ্যে আনল তুরস্ক

হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ গতিশীল) ক্ষেপণাস্ত্রের পর এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অ-পরমাণু বোমা, আরও এক গণবিধ্বংসী মারণাস্ত্র প্রকাশ্যে এনে গোটা বিশ্বে ভয় ধরাল তুরস্ক। যুদ্ধবিমান থেকে ওই বোমা ছুড়ে মারলে চোখের নিমেষে গুঁড়িয়ে যেতে পারে শত্রু দেশের একাধিক শহর। পাশাপাশি, কৌশলগত পরিকাঠামো বা সামরিক ছাউনিকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ক্ষমতা রয়েছে বোমাটির। আর এতেই চিন্তার ভাজ পড়েছে ভারত-ইসরাইলসহ আমেরিকার কপালেও।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।