হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর ‘সবচেয়ে শক্তিশালী’ বোমা প্রকাশ্যে আনল তুরস্ক
হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ গতিশীল) ক্ষেপণাস্ত্রের পর এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অ-পরমাণু বোমা, আরও এক গণবিধ্বংসী মারণাস্ত্র প্রকাশ্যে এনে গোটা বিশ্বে ভয় ধরাল তুরস্ক। যুদ্ধবিমান থেকে ওই বোমা ছুড়ে মারলে চোখের নিমেষে গুঁড়িয়ে যেতে পারে শত্রু দেশের একাধিক শহর। পাশাপাশি, কৌশলগত পরিকাঠামো বা সামরিক ছাউনিকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ক্ষমতা রয়েছে বোমাটির। আর এতেই চিন্তার ভাজ পড়েছে ভারত-ইসরাইলসহ আমেরিকার কপালেও।