Web Analytics

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের নেতানেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে এক সংবাদ সম্মেলন হয়েছে। স্থানীয় রফিকুল ইসলাম বলেন, তার বসতভিটার পাশে তিনি ও তার দুই ভাই ২০.৫০ শতক পৈতৃক ভূমি ভোগদখল করছিলেন। সিএস ও আরওআর দাগের মালিক তার বাপ-দাদা এবং বিএস দাগের মালিক তারা পৈতৃক সূত্রে পাওয়া তিন ভাই। জমিটি আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিন ও তার স্ত্রী আওয়ামী লীগ নেত্রী নিলির দাবি করে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর করে দখল করে দেয়াল নির্মাণ করেছে। এ বিষয় তিনি তার ভাইদের নিয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা করেছেন এবং ভৈরব থানায় একটি জিডি করেছেন। থানা পুলিশ তাদের নিষেধাজ্ঞা দিলেও তারা আইন অমান্য করে এ জমিতে দেয়াল নির্মাণ কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, জসিমের সঙ্গে সন্ত্রাসী শাহাদাৎ, রুস্তম, চুন্নু, বশির গংরা সহযোগিতা করছেন। এই সময় আওয়ামী লীগের এই ভোগদখলের নিপীড়ন থেকে প্রতিকার চান তিনি।

15 Aug 25 1NOJOR.COM

ভৈরবে আ.লীগ নেতানেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আওয়ামী লীগের এই ভোগদখলের নিপীড়ন থেকে প্রতিকার চান রফিকুল ইসলাম।

নিউজ সোর্স