Web Analytics

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাপুর গ্রামের দরিদ্র কৃষক সিরাজ মিয়া টাকার অভাবে গরুর পরিবর্তে নিজেই মই টানছেন। চলমান বোরো ধান রোপণের মৌসুমে তিনি বর্গা নেওয়া জমিতে কাদা-মাটি সমান করতে নিজেই কাজ করছেন। তিনি জানান, প্রকৃত কৃষক হয়েও কোনো কৃষক কার্ড, বিনামূল্যের বীজ বা সারসহ সরকারি প্রণোদনা পাননি। বন্যার সময় তার ছবি ও পরিচয়পত্র নেওয়া হলেও কোনো সহায়তা মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

স্থানীয় দরিদ্র কৃষকরাও অভিযোগ করেছেন, প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকেন, অথচ মৌসুমি বা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা এসব সুবিধা পান। কৃষিকাজে খরচ বেড়ে যাওয়ায় গরিব কৃষকরা ট্রাক্টর বা গরু ভাড়া করতে পারছেন না, ফলে অনেকেই নিজেরাই মই টেনে জমি সমান করছেন।

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদ জানান, বিষয়টি তাদের জানা হয়েছে এবং সরেজমিনে পরিদর্শন করে দরিদ্র কৃষক সিরাজ মিয়াকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।

29 Jan 26 1NOJOR.COM

সরকারি সহায়তা না পেয়ে কুমিল্লার কৃষক সিরাজ মিয়া নিজেই মই টানছেন

নিউজ সোর্স

দরিদ্র কৃষক সিরাজ গরুর পরিবর্তে নিজেই টানছেন মই | আমার দেশ

মো. এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১: ২৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২৩: ০৯
মো. এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
শীত ও কুয়াশা উপেক্ষা করেই সারা দেশে চলছে বোরো ধান রোপণের মৌসুম। কৃষকরা চারা রোপণে ব্যস্ত সময় পার করছ