‘পুলিশ লীগের’ দুই কর্মকর্তার দাপটে যেভাবে বদলে যায় নারকোটিক্সে ইউনিফরম
সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে এবং যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। আরও জানা গেছে, তৎকালীন প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের চাপে নারকোটিক্সের পোশাক পরিবর্তন করায় পরস্পর ঠাণ্ডা লড়াইয়ে জড়িয়ে পড়ে সরকারি সংস্থা দুটি। এর সবকিছুই প্রকাশ্যে ঘটে। কিন্তু সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা নীরব থাকার কৌশল বেছে নেন। ‘এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘অভিযোগ করে কোনো লাভ নেই-পুলিশকে চটিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারব না।’