ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২
সিলেটের কোম্পানীগঞ্জে চল্লিশোর্ধ্ব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের দায়ে তার প্রতিবেশী ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জে চল্লিশোর্ধ্ব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- প্রদীপ দাস (৪৫) ও মো. আলাউদ্দিন (৩২)। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, প্রদীপ দাস ভুক্তভোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে আলাউদ্দিনের বাড়ির সামনে নিয়ে আসে। সেখান থেকে জোরপূর্বক ওই নারীকে অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী হাজীর বাগানের একটি গর্তের ভিতরে নিয়ে প্রদীপ দাস জোরপূর্বক ধর্ষণ করে। আলাউদ্দিন ধর্ষণ করতে চাইলে পালিয়ে আসতে সক্ষম হন তিনি।
সিলেটের কোম্পানীগঞ্জে চল্লিশোর্ধ্ব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের দায়ে তার প্রতিবেশী ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।