Web Analytics

রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধি দল। এ সময় তেহরান ও ইসলামাবাদের মধ্যে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। রোববার সকালে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘প্রিয় পাকিস্তানে এসে আমি খুবই আনন্দিত। এদেশ আমার দ্বিতীয় ঘর। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সরকারকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সন্ত্রাসী আগ্রাসনের সময় ইরানের প্রতি পাকিস্তান সরকারের, সংসদের, রাজনৈতিক দলগুলোর এবং আলেম সমাজের সমর্থন আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক ছিল।’ তিনি জানান, দুই দেশের মধ্যে বর্তমানে তিন বিলিয়ন ডলারের বাণিজ্য বিদ্যমান, যা স্বল্প সময়েই ১০ বিলিয়নে উন্নীত করা সম্ভব। আরো বলেন, সীমান্তে সন্ত্রাসী হুমকি মোকাবেলায় দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়েও গঠনমূলক আলোচনা হয়েছে।

Card image

নিউজ সোর্স

পরিবহন, পর্যটনসহ ইরান-পাকিস্তানের ১২ চুক্তি

রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধি দল। এ সময় তেহরান ও ইসলামাবাদের মধ্যে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। খবর তেহরান টাইমসের।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।