মৃত ব্যক্তির নামে কৃষিঋণ, ব্যাংকের নোটিশে হতভম্ব পরিবার
১২ বছর আগে রিয়াজ উদ্দিনের মৃত্যু হয়েছে। তিনি কখনো ব্যাংকেই যাননি, অথচ তার নাম-ঠিকানা ব্যবহার করে কৃষিব্যাংক থেকে কৃষিঋণ দেওয়া হয়েছে। ২০২৪ সালে ব্যাংক থেকে অনুমোদন করা কৃষিঋণ পরিশোধের জন্য সম্প্রতি ওই ব্যক্তির ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যক্তির পরিবারের সদস্যরা এ নোটিশের চিঠি পেয়ে হতভম্ব হয়ে পড়েন।