Web Analytics

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বুধবার রাতে এক বিবৃতিতে জানানো হয়, বিটিআরসি এমন কোনো নির্দেশনা দেয়নি এবং সরকার ইন্টারনেট শাটডাউনের বিপক্ষে। মন্ত্রণালয় অভিযোগ করে, স্বৈরাচার ও তাদের দোসররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। এদিকে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা ও সংঘর্ষে চারজন নিহত হওয়ার পর বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে।

17 Jul 25 1NOJOR.COM

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

নিউজ সোর্স

গোপালগঞ্জ বা দেশের অন্য কোথাও ইন্টারনেট সেবা বন্ধ হয়নি

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়েছে—এমন খবরকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।