ইসরাইলি বিমান হামলার মোক্ষম জবাব দিল ইয়েমেন
ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। ইসরাইলের সর্বশেষ এই আগ্রাসনের মোক্ষম জবাব দিতে দেরি করেনি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী।