বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তি বেড়েছে ঢাকাবাসীর
সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকায়।এর প্রভাবে ঢাকার ব্যস্ত সড়কগুলো এখন ছাতা আর রেইনকোটের দখলে। টানা বৃষ্টিতে একদিকে যেমন গরমের অবসান হয়েছে অন্যদিকে পায়ে হাঁটা পথচারীদের দুর্ভোগ দ্বিগুণ হয়েছে। তবে বৃষ্টির দিনেও কেউ থেমে নেই। ভিজেই গন্তব্যে ছুটছেন শ্রমজীবী আর নিম্নআয়ের মানুষেরা। শহরজুড়ে বৃষ্টির কারণে তৈরি হয়েছে এক ধরনের নীরব ভোগান্তি।