Web Analytics

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগে মাফিয়াচক্র ক্রমাগতভাবে বিভিন্ন প্রকল্পের কাজ পেত। সেটি এখন বন্ধ করা হচ্ছে। কেননা সরকারি ক্রয় আইন সংশোধন করে ১০ শতাংশ দরের বেশি বা কম রাখার বিধান বাদ দেওয়া হয়েছে। বিধিমালা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট হলেই বাস্তবায়ন শুরু হবে। উপদেষ্টা বলেন, এখন নতুন ঠিকাদারেরা কাজ করার সুযোগ পাবেন। এজন্য যে কোনো দরপত্রে ৩০ শতাংশ কাজ নতুন ঠিকাদারদের দিতে হবে। এছাড়া দরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। কেননা শুধু অভিজ্ঞতা থাকলেই কাজ পেতে অগ্রাধিকার পাবে না। বরং তার আগের কাজের রেকর্ড যাচাই-বাছাই করা হবে। বিশেষ করে ওই অন্য ব্যবসা-বাণিজ্যের তথ্যও নেওয়া হবে। কোন অনিয়ম-দুর্নীতি বা ঋণ খেলাপি আছে কিনা তারপরই কাজ দেওয়া হবে। তিনি বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়ায় নিরব বিপ্লব ঘটতে যাচ্ছে। এটি এই সরকারের অন্যতম সংস্কার। উপদেষ্টা জানান, প্রকল্প বান্তবায়নে ভূমি অধিগ্রহণের জটিলতা দূর করা এবং কৃষি জমি রক্ষায় খাস জমি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের খাস জমি চিহ্নিত করার জন্য কয়েকজন উপদেষ্টাকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আরও জানান, পাট ও তুলার সংমিশ্রণে বিশেষ সুতা তৈরি করে ডেনিম তৈরির একটি প্রকল্প বন্ধ করা হয়েছে।

Card image

নিউজ সোর্স

ক্রমাগত কাজ পাওয়া বন্ধ হচ্ছে মাফিয়াচক্রের

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগে মাফিয়াচক্র ক্রমাগতভাবে বিভিন্ন প্রকল্পের কাজ পেত। সেটি এখন বন্ধ করা হচ্ছে। কেননা সরকারি ক্রয় আইন সংশোধন করে ১০ শতাংশ দরের বেশি বা কম রাখার বিধান বাদ দেওয়া হয়েছে। বিধিমালা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট হলেই না বাস্তবায়ন শুরু হবে।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।