Web Analytics

২০২৫ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশসহ উত্তর গোলার্ধের দেশগুলোতে পালিত হলো বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিন। এই দিনটি ‘শীতকালীন অয়নান্ত’ নামে পরিচিত, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। ফলে সূর্যালোকের সময় কমে যায় এবং শীতের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, পৃথিবীর অক্ষের সামান্য হেলনের কারণে ঋতু পরিবর্তন ঘটে। জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে পড়ায় দিন দীর্ঘ হয়, যা ‘গ্রীষ্মকালীন অয়নান্ত’ নামে পরিচিত। অপরদিকে ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ায় সেখানে গ্রীষ্ম শুরু হয় এবং উত্তরে শীত নেমে আসে।

এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি শুধু ঋতু পরিবর্তনের সূচক নয়, বরং সাংস্কৃতিকভাবেও তাৎপর্যপূর্ণ। দক্ষিণ এশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ সময় তাপমাত্রা কিছুটা কমলেও তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি। অয়নান্ত পৃথিবী ও সূর্যের সম্পর্কের চক্রাকার প্রকৃতি এবং জলবায়ুর পরিবর্তন বোঝার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

22 Dec 25 1NOJOR.COM

উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিন পালিত হলো শীতকালীন অয়নান্তে

নিউজ সোর্স

বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিন: উত্তর গোলার্ধে শীতকালীন ‘অয়নান্ত’ | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫: ৪৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫: ৫৮
আমার দেশ অনলাইন
রোববার (২১ ডিসেম্বর) ছিল চলতি বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য ২১ ডিসেম্বর বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। একই সঙ্গ