চিকিৎসার অভাবে মারা গেলেন জুলাই আন্দোলনে আহত ইমরান
ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ইমরান হোসাইন চিকিৎসার অভাবে মারা গেছেন। শনিবার (১৪ জুন) বেলা ২টায় নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ইমরান হোসাইন (৩০) চিকিৎসার অভাবে মারা গেছেন। পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিলেন। জুলাইয়ে গাজীপুরে পুলিশের ছিটাগুলিতে আহত হয়েছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন তিনি। জুলাইয়ে আহতদের তালিকায় নামও উঠেনি তার। শহীদের পিতা ইসলাম উদ্দিন জানান, অসহায় গরিব বলে পেটের চিন্তা করতে গিয়ে সুযোগ-সময় মেলানো খুবই ভার। তাই সাহায্য সহযোগিতার জন্য কোথাও যাওয়া সম্ভব হয়নি এবং জুলাই আন্দোলনে আহদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সময় পায়নি। ছেলেটা আমার গত রাতে বুক চেপে ধরে শুয়ে পড়ে এবং কাতর যন্ত্রনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এ প্রসঙ্গে উপজেলা প্রশাসন ও এনসিপি বলেছে, তারা ইমরান সম্পর্কে অবগত ছিলেন না।
ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ইমরান হোসাইন চিকিৎসার অভাবে মারা গেছেন। শনিবার (১৪ জুন) বেলা ২টায় নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।