Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সংলাপ ইতিবাচক ফল বয়ে আনতে পারে।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু করার আহ্বান জানান, যাতে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হয়। তিনি বলেন, ইউক্রেন ও ইউরোপের স্বার্থে আগামী সপ্তাহগুলোতে আলোচনার জন্য একটি কাঠামো নির্ধারণ করা জরুরি।

এদিকে, যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের বাজেট ঘাটতি মোকাবিলায় ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার বিষয়ে একমত হয়েছে। তবে এই অর্থায়নে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের প্রশ্নে এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। বিশ্লেষকদের মতে, পুতিন-মাখোঁ সংলাপের সম্ভাবনা ইউরোপীয় কূটনীতিতে নতুন দিক উন্মোচন করতে পারে।

22 Dec 25 1NOJOR.COM

ইউক্রেন ইস্যুতে মাখোঁর সঙ্গে আলোচনায় আগ্রহী পুতিন, ইউরোপের ৯০ বিলিয়ন ইউরো সহায়তা অনুমোদিত

নিউজ সোর্স

ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর সঙ্গে আলোচনায় আগ্রহী পুতিন | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০২: ৩৫
আমার দেশ অনলাইন
ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমি