কারাগারে সেহরিতে বন্দিরা পাবেন গরম খাবার, দেওয়া হবে ইফতার, তিন বেলা রান্নাও চলবে
পবিত্র রমজানে মাসে কারাগারে বন্দিদের জন্য ইফতার ও সেহরির বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) ঢাকা বিভাগের ১৭ কারাগারে বন্দিরা সেহরিতে পাবেন গরম খাবার।