Web Analytics

বিশ্বখ্যাত ফিনটেক বিশেষজ্ঞ ব্রেট কিং বলেন, বাংলাদেশ ১০–১২ বছরের মধ্যে মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ও ডিজিটাল পরিচয়ভিত্তিক অবকাঠামোর মাধ্যমে নগদবিহীন অর্থনীতিতে রূপান্তরিত হতে পারে। এতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে, সরকারি ব্যয় কমবে এবং জাল নোটের ব্যবহার কমবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ফিলপস লিমিটেডের আয়োজনে দেশের প্রথম “ব্যাংকার্স মিট ২০২৫”-এ প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সমাধান নিয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞরা ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক উন্নয়ন, সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন এবং ডিজিটাল অবকাঠামো বিনিয়োগের ওপর জোর দেন।

16 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশ ১০–১২ বছরের মধ্যে নগদবিহীন হতে পারে

নিউজ সোর্স

১০-১২ বছরের মধ্যে নগদ অর্থবিহীন বাংলাদেশ সম্ভব

১০ থেকে ১২ বছরের মধ্যে নগদ অর্থবিহীন (ক্যাশলেস) বাংলাদেশ সম্ভব। শুধু নগদ অর্থের মাধ্যমেই দেশের সব মানুষকে ব্যাংকিং নেটওয়ার্কের আওতায় আনা যাবে তা নয়, নগদ অর্থবিহীন লেনদেনের মাধ্যমেও এটি সম্ভব। এটি হলে সরকারের অনেক অর্থ সাশ্রয় হবে। সেই সঙ্গে নোট জালকারীদের তৎপরতা কমে যাবে।