১০-১২ বছরের মধ্যে নগদ অর্থবিহীন বাংলাদেশ সম্ভব
১০ থেকে ১২ বছরের মধ্যে নগদ অর্থবিহীন (ক্যাশলেস) বাংলাদেশ সম্ভব। শুধু নগদ অর্থের মাধ্যমেই দেশের সব মানুষকে ব্যাংকিং নেটওয়ার্কের আওতায় আনা যাবে তা নয়, নগদ অর্থবিহীন লেনদেনের মাধ্যমেও এটি সম্ভব। এটি হলে সরকারের অনেক অর্থ সাশ্রয় হবে। সেই সঙ্গে নোট জালকারীদের তৎপরতা কমে যাবে।