Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণ, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা সমস্যা, সাইবার ক্রাইম প্রতিরোধ ও দ্বিপাক্ষিক বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাকিস্তান রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিলেও পাসপোর্ট দিচ্ছে ভিন্ন কোডে—এ তথ্য জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করা হয়। এছাড়া পাকিস্তান সফরের আমন্ত্রণ ও বিমান দুর্ঘটনায় শোকবার্তা দেওয়া হয়।

Card image

নিউজ সোর্স

পাকিস্তানের সঙ্গে ‘অন অ্যারাইভাল’ ভিসা নিয়ে সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি।