আ.লীগের মিছিল চলছেই, গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ একের পর এক ঝটিকা মিছিল করছে। দিনদিন বাড়ছে দলটির মিছিলের পরিধি। সর্বশেষ গতকাল শুক্রবার রাজধানীর বাণিজ্যিক এলাকা তেঁজগাওয়ে দলটির ঝটিকা মিছিলে হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন। ফলে ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়। এমন পরিস্থিতিতে গোয়েন্দা তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলছেন, কীভাবে রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ একটি দলের এত নেতাকর্মী মিছিল করতে পারে।