এস্তোনিয়ার কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা রাশিয়ার
রাশিয়া থেকে এস্তোনিয়ার একজন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। বুধবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত মাসে এস্তোনিয়া এক রুশ কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণার পর মস্কোতে নিযুক্ত এক এস্তোনীয় কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স মারোক উহতেগিকে তলব করে এই সিদ্ধান্ত জানানো হয়। তারা তাল্লিনের পদক্ষেপকে “শত্রুতাপূর্ণ” বলে উল্লেখ করে জানায়, এমন যেকোনো পদক্ষেপের পাল্টা জবাব দেওয়া হবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষ একে অপরের কূটনীতিক বহিষ্কার করছে।
রাশিয়া থেকে এস্তোনিয়ার একজন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। বুধবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।