Web Analytics

জুলকারনাইন সায়ের জানান, জোট সরকারের আমলে বাংলাদেশের ২৩ জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ছিলেন সুব্রত বাইন। এরপর তার শিষ্য মোল্লা মাসুদকে নিয়ে ভারত গমন করে। ‘র এর গোয়েন্দা অফিসাররা সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মর্তুজা বাবু ওরফে মধু বাবুকে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ প্রদান করে। সায়ের জানান, বাংলাদেশসহ বিভিন্ন দেশে র এর নির্দেশে ওরা বেশকিছু মিশনও পরিচালনা করে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, মোহাম্মদপুরে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার ৭ বছরের সন্তানকে হত্যা করে। এছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারী ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে গুলি করে হত্যা করে।

Card image

নিউজ সোর্স

ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন সুব্রত বাইন

সম্প্রতি গ্রেফতার হওয়া অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন। বৃহস্পতিবার রাতে লন্ডনে অবস্থানরত আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে নিয়ে দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানা গেছে।