Web Analytics

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইশরাক হোসেন নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন। তার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। এমতাবস্থায় নাগরিক সেবাদান করা শতভাগ বিঘ্নিত হতে পারে। তিনি বলেন, 'বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার সদিচ্ছা আছে, তাই ধৈর্য্য ধরছে সরকার। ইশরাক অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি। নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে‌।' উপদেষ্টা বলেন, শপথ না নিয়েই ডিএসসিসির মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে ইশরাক সরকারি কাজে বাধা দেয়ার মতো ‘ক্রিমিনাল অফেন্স’ করেছেন।‌ এক্ষেত্রে ‘ক্রিমিনাল অফেন্সের’ বিষয়ে আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

17 Jun 25 1NOJOR.COM

শপথ না নিয়েই ডিএসসিসির মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে ইশরাক সরকারি কাজে বাধা দেয়ার মতো ‘ক্রিমিনাল অফেন্স’ করেছেন: আসিফ মাহমুদ

নিউজ সোর্স

ইশরাক হোসেনের বিরুদ্ধে ‘ক্রিমিনাল অফেন্সের’ অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের

শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেয়ার মতো ‘ক্রিমিনাল অফেন্স’ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।