২৯ বছর আ.লীগকে বাতাস করা পীর এখন জামায়াতকে বাতাস করছেন: প্রিন্স
বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হাত পাখা দিয়ে বিগত ২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছেন। অথচ তিনি বলেছিলেন-জামায়াতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে।