Web Analytics

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস মঙ্গলবার জানায়, যুক্তরাষ্ট্রে এফ বা এম ভিসায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা বন্ডের নিয়ম প্রযোজ্য নয়। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বন্ড কেবল ব্যবসা বা পর্যটন (বি১/বি২) ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিস্থিতিতে প্রযোজ্য হবে।

এর আগে সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ জানুয়ারি থেকে ব্যবসা বা পর্যটনের উদ্দেশে যুক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছুক বাংলাদেশিদের ভিসা অনুমোদনের শর্ত হিসেবে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হবে। তবে ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। দূতাবাস আবেদনকারীদের সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ না করার পরামর্শ দিয়েছে, কারণ আগাম পরিশোধ ভিসার নিশ্চয়তা দেয় না এবং প্রতারণার ঝুঁকি থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এর আগে জানিয়েছিল, বাংলাদেশসহ ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের সময় সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হতে পারে।

20 Jan 26 1NOJOR.COM

শিক্ষার্থী ভিসাধারীদের জন্য ১৫ হাজার ডলারের বন্ড প্রযোজ্য নয় জানিয়েছে মার্কিন দূতাবাস

নিউজ সোর্স

ভিসা বন্ড কাদের লাগবে না জানাল মার্কিন দূতাবাস | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৬: ৪১
স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্