ইসরাইলি রাজনীতিবিদের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
ইসরাইলি এক কট্টর ডানপন্থী নেতার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে ওই নেতা অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অন্যতম শরীক দল 'ন্যাশনাল রেলিজিয়াস পার্টি—রেলিজিয়াস জাওনিজম' এর নেতা সিমচা রথম্যান। ওই দলের প্রতিষ্ঠাতা ইসরায়েলি মন্ত্রিসভার অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ।