গুরুতর অপরাধীদের তৃতীয় দেশে পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করছে, কিছু গুরুতর অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো প্রয়োজন। কারণ তাদের নিজ দেশ নিতে রাজি নয়। সংবাদ সংস্থা রয়টার্সের অভিবাসী বিষয়ের দুই প্রতিবেদক ক্রিস্টিনা কোক ও টেড হেসন এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন। সাম্প্রতিক কিছু ঘটনার পর্যালোচনা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, তৃতীয় দেশে পাঠিয়ে দেয়ার হুমকির মুখে থাকা অন্তত পাঁচজনকে কয়েক সপ্তাহের মধ্যেই নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।