ভারতে ওয়াকফ বিল পাসের ঘটনায় হেফাজতের প্রতিবাদ
ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম। এ ইস্যুতে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে তারা।
ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিক্রিয়ায় শুক্রবার একটি বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম। বিবৃতিতে বলা হয়, ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস করেছে। এর মাধ্যমে ভারতীয় মুসলমানদের ওয়াকফ করা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা ও এতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দখলের পথ সুগম হয়েছে। আমরা এমন অবিচারের তীব্র প্রতিবাদ জানাই। আরও বলা হয়, এর আগে মুসলমানদের ধর্মীয় বিধান তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। অমুসলিমদের ইসলাম গ্রহণ ঠেকাতে ধর্মান্তরবিরোধী আইনও করা হয়েছে। ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ষড়যন্ত্রস্বরূপ নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা হয়েছে। এভাবে রাষ্ট্রীয় ও আইনি পন্থায় সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার হরণ করে তাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। এরপর বিজেপি সরকারের নানান মুসলমান নিপীড়নও তুলে ধরা হয়।
ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম। এ ইস্যুতে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে তারা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।