আখাউড়ায় ট্রেন থামিয়ে স্থানীয়দের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ১০টার দিকে গ্রীসনগর রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন তারা। ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন তারা। এর আগে সোমবার দুপুরে ওই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এদিকে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা এসে বিক্ষুব্ধদের নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।