মিয়ানমার সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, উড়ে গেছে বাংলাদেশি কিশোরের পা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে তরিক উদ্দিন (১৮) নামের এক বাংলাদেশি কিশোরের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
৩ ফেব্রুয়ারি দুপুর ১টার বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে ফুলতলী সীমান্তে শূন্য রেখায় ৪৮ নম্বর পিলারের পাশে স্থলমাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত কিশোর তরিক উদ্দিন আহমদ রশিদের ছেলে। ধারণা করা হচ্ছে বিদ্রোহীরা মাইন পুঁতে রেখেছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি বিজিবি দেখছে। এর আগে ২৪ জানুয়ারি একই উপজেলায় বিস্ফোরণ ঘটলে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছিলেন!
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে তরিক উদ্দিন (১৮) নামের এক বাংলাদেশি কিশোরের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।