ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি
গাজায় যুদ্ধবিরতি ভেঙে চলতি বছরের মার্চ থেকে পুনরায় শুরু করা ইসরাইলের সামরিক অভিযানে সাত লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
গাজায় চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলের নতুন সামরিক অভিযান শুরু হওয়ার পর ৭ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, অনেক ফিলিস্তিনি একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের নিরাপদ আশ্রয়ের কোনো জায়গা নেই। গাজায় খাদ্য সংকট, চিকিৎসা সেবা, জ্বালানি প্রবেশে বাধা এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের হুমকি দেখা দিয়েছে বলেও তিনি সতর্ক করেন।
গাজায় যুদ্ধবিরতি ভেঙে চলতি বছরের মার্চ থেকে পুনরায় শুরু করা ইসরাইলের সামরিক অভিযানে সাত লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।