‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে প্রায় চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন। ইতোমধ্যে তিনি যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছেন। কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।