রক্তক্ষয়ী ৫ আগস্ট সাভারে বিজয় মিছিলে গুলিতে শহীদ হন ৩০ ছাত্র-জনতা
গত বছরের ৫ আগস্ট সাভারে ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী ক্যাডারদের নির্বিচারে গুলিবর্ষণে অন্তত ৩০ জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরো দুই শতাধিক মানুষ। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা।