Web Analytics

বিবিসির অনুসন্ধানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে নতুন আয়নাঘরের সন্ধান মিলেছে। এই গোপন কক্ষগুলোর একটিতে দীর্ঘ আট বছর আটকে রেখে নির্যাতন করা হয়েছিল ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমকে। কারাগারে বেশিরভাগ সময়েই চোখ বেঁধে রাখা হত তাকে। বিমান অবতরণের শব্দ শুনতে পেতেন তিনি। এ বর্ণনা থেকে তদন্তকারীরা বিমানবন্দরের খুব কাছে নির্মিত সেই আয়নাঘর আবিষ্কার করেন। তদন্তকারীরা একটি বড় ভবনের পেছনে একটি নবনির্মিত দেয়াল ভাঙার পর একটি সরু করিডোর আবিষ্কার করেন। ঘুটঘুটে অন্ধকার সেই করিডর। করিডরের বাইরে ডানে ও বামে ছোট ছোট জানালাবিহীন বেশ কয়েকটি কক্ষ। সেখানের একটিতে আটকে রাখা হয় ব্যারিস্টার কাসেমকে। কাসেমকে রাখা হয়েছিল যেই কক্ষটিতে সেটা এত ছোট যে, একজন সাধারণ মানুষের সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হবে। আলো-বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় দুর্গন্ধ বের হচ্ছিল সেখান থেকে।

17 Apr 25 1NOJOR.COM

শাহজালাল বিমানবন্দরের পাশে আয়নাঘর আবিষ্কার, গোপন করার জন্য তোলা হয়েছিল নতুন দেয়াল

নিউজ সোর্স

শাহজালাল বিমানবন্দরের পাশে আয়নাঘর আবিষ্কার, গোপন করার জন্য তোলা হয়েছিল নতুন দেয়াল

রাজনৈতিকভাবে ভিন্নমত একেবারে সহ্যই করতে পারতেন না স্বৈরাচার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকার - এ কথা সবারই জানা। সাবেক বন্দি, বিরোধী মতাবলম্বী এবং তদন্ত কর্মকর্তারা বলেছেন, হাসিনার সমালোচনা করলে কোনো ধরনের চিহ্ন ছাড়াই ‘উধাও’ হয়ে যাওয়ার শঙ্কা থাকত।