যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন তা হতে দেব না
‘বিএনপি গত ১৬ বছর কী সেক্রিফাইস করেছে তা জনগণ জানে। দলটি যদি মনে করে যেনতেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করবে, সেটা জুলাই বিপ্লবীরা হতে দেবে না। জুলাই বিপ্লবীরা ঘরে উঠে যায়নি। তারা আবার বের হলে বিএনপি পথ খুঁজে পাবে না।’